parbattanews

ইউপিডিএফের পানছড়ি শাখার প্রধান সমন্বয়ক বিশাল চাকমা অস্ত্র ও গুলিসহ আটক

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

যৌথ বাহিনীর অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ)খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার প্রধান সমন্বয়ক প্রদীপময় চাকমা ওরফে বিশাল চাকমাকে অস্ত্র ও গুলিসহ আটক হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের জেলার ভাইবোনছড়া এলাকায় সিএনজি তল্লাসী করে ইউপিডিএফ’র এ শীর্ষ সন্ত্রাসী প্রদীপময় চাকমাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাত সোয়া ১০টার দিকে তার দেওয়া স্বীকারোক্তিতে ঐ এলাকা থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি এলজি উদ্ধার হয়।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

একটি সূত্র জানায়, বিশাল চাকমার বিরুদ্ধে ২০১৩ সালে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাগামী গাড়ী বহরে হামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বিশাল চাকমা নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ রয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রদীপময় চাকমার সামরিক নাম বিশাল চাকমা। তিনি একজন কুখ্যাত সন্ত্রাসী হিসাবে পরিচিত। ইতোপূর্বে তিনি লংগদ উপজেলার প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্বরত ছিলেন। তার অনেক নারীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে।

গত মে মাসে বিশাল চাকমার দায়িত্ব লংগদু থেকে পানছড়িতে ন্যস্ত করা হলে তিনি সেখানে যোগদান করেন। নিরাপত্তা বাহিনীর কাছে তিনি একজন কুখ্যাত সন্ত্রাসী হিসাবে চিহ্নিত।

লংগদু, খাড়ি কাটা, বামে লংগদু এলাকার মৎস ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায় করা ছিলো তার কাজ। এ ছাড়া লংগদু এলাকা থেকে চলে যাওয়া বাঙালীদের জমি দখলে তিনি নেতৃত্ব দেন।

পানছড়িতেতে বদলী হয়ে আসার পর অত্র এলাকার সকল ধরণের ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ব্যাপক চাঁদাবাজী করে এলাকার মানুষের কাছে তিনি আতঙ্কে পরিণত হয়েছিলেন। তার আটকে অত্র এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তির ভাব পরিলক্ষিত হয়।

র্এদিকে প্রদীপময় চাকমাকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবী করেছেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক সচীব চাকমা। বিবৃতিতে তিনি বলেন, ইউপিডিএফের ন্যায়সঙ্গত দাবী দমিয়ে রাখতে এই আটক করা হয়েছে।

Exit mobile version