ইউপিডিএফের সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় বৈঠক বাতিল করা হয়েছে

fec-image

ইউপিডিএফের সঙ্গে ঐকমত্য কমিশনের আগামী ১৭ মে, শনিবারের নির্ধারিত আলোচনাটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ঐকমত্য কমিশন সরাসরি কোনো ঘোষণা না দিলেও ঐকমত্য কমিশনের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র পার্বত্যনিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী শনিবারে ঐকমত্য কমিশনে দুইটি রাজনৈতিক দলের সাথে বৈঠক নির্ধারিত থাকলেও আজ একটি রেখে ইউপিডিএফের সাথে অনুষ্ঠিতব্য বৈঠকটি বাতিল করেছে বলে সূত্র জানিয়েছে।

কয়েক দিন আগে জাতীয় সংসদ ভবনের ঐকমত্য কমিশনের কার্যালয়ে ইউপিডিএফের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ নিয়ে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ, সংবাদ সম্মেলন ও পথসভা করে।

এ বিষয়ে পৃথক পৃথকভাবে রাজধানীতেও প্রতিবাদে ফেটে পড়ে মানুষ। নানা মহল থেকে প্রশ্ন দেখা দেয়, ইউপিডিএফের মতো একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কীসের ভিত্তিতে ঐকমত্য কমিশন বৈঠক করল।

এই বৈঠকের মাধ্যমে তাদের একধরনের বৈধতা দেয়া হলো, যা আগামী দিনে রাষ্ট্রের জন্য নেতিবাচক বার্তা বয়ে আনবে। এ বিষয় ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর সভরেন্টি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাকসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রতিবাদে ফেটে পড়ে।

বিষয়টি নিয়ে সচেতন মানুষের প্রতিবাদী প্রতিক্রিয়া সরকারের উপর মহলেও আলোচনার জন্ম দেয়। ধারণা করা হচ্ছে, তারই অংশ হিসেবে ঐকমত্য কমিশনের ১৭ তারিখ শনিবারের নির্ধারিত কর্মসূচিতে দুটি দলের সঙ্গে আলোচনার কথা থাকলেও ইউপিডিএফের বৈঠকটি বাতল করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন