parbattanews

ইউপিডিএফ গণতান্ত্রিক’র দ্রুত পার্বত্য শান্তিচুক্তির পূর্ণবাস্তবায়নের দাবি

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক। সভা থেকে দ্রুত পার্বত্য শান্তি চুক্তির পূর্ণবাস্তবায়নসহ আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ শিক্ষা, সংস্কৃতি, ভূমি অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

শুক্রবার সকাল ১১টায় শহরের মধুপুর বাজার থেকে আদালত সড়ক হয়ে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা সংসদ কমিউনিটি সেন্টারে এসে আলোচনা সভা করে।

ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেএসএস (এমএন লারমা)’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা।

বিশেষ অতিথি ছিলেন, জেএসএস (এমএন লারমা)র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক বিশ্লেষন সম্পাদক বিভু রঞ্জন চাকমা, জেএসএস (এমএন লারমা)র খাগড়াছড়ি জেলা সভাপতি আরদ্য পাল খীসা,সম্পাদক সাধারণ সম্পাদক সিন্দু কুমার চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার চাকমা, দীঘিনালা কার্বারী এসোসিয়েশনের হেমব্রত চাকমা, গণতান্ত্রিক সদস্য অমর চাকমা প্রমুখ।

এতে বক্তরা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে পাহাড়ে স্থায়ী শান্তি ফিরেনি। তাই দ্রুত সময়ের মধ্যে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও আদিবাসী স্বীকৃতির দাবি জানান। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অপর দিকে আদিবাসী ফোরামের উদ্যোগে খাগড়াছড়ি শহরের শহীদ কাদের সড়কে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ‘ক’ অঞ্চলের সমন্বয়ক চাইথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মারমা স্টুডেন্টস কাউন্সিলের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যাউপ্রু চাই মারমা, নিঅংগ্য মারমা প্রমুখ।

Exit mobile version