ইউপিডিএফ প্রসিত দলের সদস্য নিহত ও এক নারী আহত


খাগড়াছড়ি মাটিরাঙ্গায় দুবৃর্ত্তদের গুলিতে ইউপিডিএফ প্রসিত দলের সদস্য নিহত হয়েছে। জানা যায় , আজ বুধবার সকালে মাটিরাঙ্গা তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম সুবি ত্রিপুরা(৩৫।
সে মায়াকুমার পাড়া বাসনা ত্রিপুরার ছেলে। এ ঘটনায় নিহতের বোন তারাপতি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারন কর্মীদের উপর হামলা চালালে অস্তিন ত্রিপুরা ঘটনাস্থলে মারা যায়৷ এ ঘটনার জন্য তিনি সন্তু লারমা জেএসএসকে দায়ী করেছেন।
তবে এ বিষয়ে সন্তু লারমা’র দলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভাই নিহত ও বোন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশ রয়েছে।