ইউপিডিএফ প্রসীত গ্রুপের ডাকে খাগড়াছড়িতে আধাবেলা অবরোধ চলছে
পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ খাগড়াছড়িতে বিক্ষিপ্ত পিকেটিং-এর মধ্য দিয়ে চলছে। সড়ক অবরোধের কারণে আজ বুধবার (১৫ মে) সকাল থেকে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অবরোধের সমর্থনে খাগড়াছড়ির চেঙ্গী ব্রিজ এলাকায় পিকেটিং করতে দেখা গেছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
সকালে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রামগামী ও সাজেকগামী কোন গাড়ি ছেড়ে যায়নি। ঢাকা থেকে আসা রাত্রিকালীন বাসগুলো এখনো খাগড়াছড়ি শহরে প্রবেশ করেনি।
ইউপিডিএফ এর ডাকা অর্ধদিবস হরতাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় পালিত হবে বলে বিবৃতিতে জানানো হয়।
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ
Facebook Comment