ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে কাপ্তাই জোনের মতবিনিময়

fec-image

রাঙামাটি জেলাধীন রাজস্থলীতে আসন্ন ইউপি নির্বাচনে সেনাবাহিনী পুলিশের পাশাপাশি কাজ করবে। কেউ কোন সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্র করার চেষ্টা করলে আমাদের খবর দিন। আমরা যেভাবে হউক সন্ত্রাসীদের প্রতিহত করবো। সকলে সতর্কতা সহিত নির্বাচনের প্রচারনা চালিয়ে যাবেন।

সোমবার (২৫অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই সেনা জোনের ৫৬ ইস্ট বেঙ্গল কর্তৃক রাজস্থলী সাব জোনের ব্যবস্থাপনায় উপজেলার নির্বাচনী কর্মকর্তা, ২টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময়কালে কাপ্তাই জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত এসব কথা  বলেন।

তিনি আরও বলেন, আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাপ্তাই সেনা জোনের টিম থাকবে। সকলে শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পারবেন। এলাকায় এলাকায় সংবাদ পৌঁছায় দিন যাতে সন্ত্রাসীরা আস্তানা করতে না পারে। চাঁদাবাজি অস্ত্রের ঝনঝনানী বন্ধ করতে হবে। যে কোন সন্ত্রাসী কে এলাকায় ঘুরতে দেখলে গোপনে আমাদের খবর দিন, আমরা তাদের এলাকা ছাড়া করবো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী সাবজোন অধিনায়ক মেজর মোহাম্মদ শেখ নাজমুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, সহকারী পুলিশ সুপার আবু ছালেহ, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার উৎপল বড়ুয়াসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন