ইউরোপে খেলার প্রস্তাব পেয়েছে সাফজয়ী ঋতুপর্ণা চাকমা
টানা দ্বিতীয়বারের মতো সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশ দলে অসামান্য পারফর্ম করেছে রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে আসামান্য পারফর্ম করে তোলপাড় ফেলে দিয়েছেন পাহাড়ের এই কন্যা।
ফাইনালে অসাধারণ গোল পেয়ে জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এখন পাহাড় থেকে সমতলে শুধু ঋতুপর্ণার বন্দনা। এর মাঝে অন্তত দুটি বিদেশি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন এই সাফকন্যা।
সম্প্রতি এক জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা এই আনন্দের সংবাদ দিয়েছেন। সাফ চলাকালীন সময়েই ভারত এবং ইউরোপের দুটি ক্লাব থেকে তার কাছে প্রস্তাব এসেছে।
ঋতুপর্ণার ভাষায়, ‘আমি কিন্তু এই সাফ চলাবস্থায় ভারতের একটি ক্লাব ও ইউরোপের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি ।’
এর আগে ভারতের ক্লাবের হয়ে খেলেছেন সাবিনারা। তবে ইউরোপের ক্লাব থেকে প্রস্তাব আসা বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিরাট ঘটনা। আপাতত ক্লাবের নাম প্রকাশ করতে চাননি এই সাফকন্যা, ‘এটা এখনই বলা বারণ আছে। সব কিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবেই জানাব। তবে ভারতের যে ক্লাবে গত বছর সাবিনা আপু খেলেছেন, সেখান থেকেও প্রস্তাব এসেছে।’
উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এরপর গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন।