parbattanews

নাইক্ষ্যংছড়িতে ইট বোঝাই ট্রাকের নিচ থেকে জীবত উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দিদার আলী (৩৫) নামে এক চালক গুরুতর আহত হয়েছেন। তার একটি পা ভেঙ্গে গেছে এবং শরীরে বিভিন্ন স্থানে জখম হয়েছে।

রবিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের আদর্শগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত দিদার রামু উপজেলা সদরের তেচ্ছিপুল এলাকার মনির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাইক্ষ্যংছড়ির বিছামারা থেকে ইট বোঝাই মিনি ট্রাকটি রামুর দিকে যাচ্ছিল। আদর্শগ্রাম এলাকার প্রথম ঢালু অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা হেলপার গাড়ি থেকে নেমে যেতে পারলেও চালক দিদার ট্রাকের চাপায় আটকে পড়ে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের একটি টিম সন্ধ্যার পর থেকে দীর্ঘ সাড়ে চার ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে গাড়ি চালক দিদারকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাজ্জাত হোছাইন চৌধুরী জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে আসি। চালক দিদারকে দীর্ঘ সাড়ে চার ঘন্টা পর জীবত উদ্ধার করতে পারায় তিনিও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

Exit mobile version