ইতিহাসে সবচেয়ে জঘন্য কাতার বিশ্বকাপ: কাতিয়া এভেইরা
কাতার বিশ্বকাপে মরক্কোর সঙ্গে হেরে শেষ আটেই শেষ হয়েছে পর্তুগালের বিশ্বকাপ। এছাড়াও পর্তুগাল দলের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নকআউট পর্ব থেকে প্রথম একাদশেই সুযোগ পাননি।
অন্যদিকে ট্রফি জিতে সর্বকালের সেরার লড়াইয়ে সিআর সেভেনকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসি। আক্ষরিক অর্থেই এটা রোনালদো জন্য হতাশাজনক বিশ্বকাপ।
তবে এক ধাপ এগিয়ে রোনালদোর বোন কাতিয়া এভেইরা। তার মতে, ‘কাতারের এই বিশ্বকাপটি ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ।’
কাতিয়া এভেইরা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, এটা ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ ছিল। কিন্তু আমরা ভাগ্যবান, এটা দারুণ একটা ফাইনাল ম্যাচ দিয়েছে আমাদের। কী চমৎকার ম্যাচ।
ওই স্টোরিতে মেসিকে অভিনন্দন না জানালেও আর্জন্টিনাকে অভিনন্দন জানান কাতিয়া এভেইরা। তবে ভুল করেননি এমবাপ্পের প্রশংসা করতে । এমবাপ্পের প্রশংসা করে কাতিয়া এভেইরা বলেন, ‘কিলিয়ান এমবাপ্পে, এই বাচ্চাটা অসাধারণ। তোমার জন্য দারুণ একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে।’