parbattanews

ইনানী সৈকতে জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলার ডুবি, ২ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে মালবাহি জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে। এঘটনায় মাঝিসহ ১০ জন জীবিত উদ্ধার হলেও এখনো ট্রলারসহ নিখোঁজ রয়েছে ২ জেলে।

সোমবার(২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কক্সবাজারে ইনানী সমুদ্র সৈকতের দূরবর্তী এলাকায় এঘটনা ঘটে বলে সুত্র জানিয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন-কক্সবাজার সদরের খুরুশকুল ঘোনারপাড়ার মৃত আনর আলীর পুত্র নুরুল আলম ও পূর্ব হামজার ডেইল এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র আব্দু রহিম।

জীবিত ফিরে আসা এফবি সায়েমের মাঝি সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান- উখিয়ার ইনানী সমুদ্র সৈকতের দুরবর্তী এলাকায় মৎস্য শিকাররত অবস্থায় তাদের ধাক্কা দেয় একটি মালবাহি জাহাজ। মুহুর্ত্বের মধ্যে ১২ জন মাঝি-মাল্লা নিয়ে ট্রলারটি ডুবে যায়। কিছুক্ষণ পর ১০ জন সাঁতরে কূলে উঠতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে আরো ২ জন।

এফবি সায়েম ফিশিং ট্রলারের মালিক সদরের খুরুশকুল ঘোনারপাড়ার ছৈয়দ উল্লাহ জানান-নিখোঁজ জেলে ও ট্রলারটি বিভিন্ন জায়গায় খোঁজা হয়েছে কিন্তু এখনো কোন সন্ধান পায়নি।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান-বিষয়টি ট্রলার মালিক ও জীবিত ফিরে আসা মাঝি তাকে অবগত করেছে।

উল্লেখ্য যে, ইতিপুর্বে ইনানী সমুদ্র সৈকতের অদূরে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন রোহিঙ্গা নারী,শিশু নিহত হয়।

Exit mobile version