ইনানী সৈকত থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার পর্যটন স্পট ইনানী সৈকত এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বয়স ৩০ হতে পারে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ইনানী সৈকতের পালংকি রিসোর্ট সংলগ্ন এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করে।
ইনানী পুলিশ ফাঁড়ির আইসি অলিউর রহমান জানান, ‘ইনানী সৈকতে এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়৷ প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে বলে জানান তিনি।
ঘটনাপ্রবাহ: ইনানী সৈকত, মরদেহ, যুবক
Facebook Comment