ইমাম-মোয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান
ঈদকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো, শফিউল্লাহ।
শনিবার (২৩ মে) বিকালে বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই অর্থ সহায়তা তুলে দেন তিনি। এসময় ছাত্রলীগ কর্মদের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে প্রতিটি এলাকার প্রত্যেক শ্রেণী পেশার মানুষের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এই সহায়তা দিয়েছেন। সরকারি সহায়তা থেকে কেউ বঞ্চিত হবেন না প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী,
মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলমসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিনবৃন্দ উপস্থিত ছিলেন।
‘ঈদ উপহার’ হিসেবে আর্থিক সহায়তা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এভাবে দেশের প্রতিটি ক্ষেত্রের প্রতিটি মানুষই যেন কোনো না কোনোভাবে সহায়তা পান, সেটি নিশ্চিত করতে চান তিনি।