ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি দেলোয়ার হোসেন গ্রেফতার
রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কথিত ‘চৌধুরী’ দেলোয়ার হোসেন মিন্টু ওরফে লাল মিন্টুকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৩ নভেম্বর) যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদস্থ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ৬ নম্বর টোল প্লাজার কাছ থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী মাদ্রাসা পাড়ার আবদু শুক্কুরের ছেলে। সে ঈদগাঁও নতুন অফিস বাজার সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি।
মামলার এফআইআরের তথ্য অনুযায়ী, মিন্টু চট্টগ্রাম থেকে ঢাকা গামী ইউনিক পরিবহনের একটি বাসে করে আসছিলেন। অভিযানে তার কাছ থেকে প্রায় ১০ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে (মামলা নং ৩৩/৯৪৫, ১৩ নভেম্বর ২০২৪)।
স্থানীয়দের বলেন, মিন্টু দীর্ঘ সময় প্রবাসে ছিলেন এবং দেশে ফিরে আওয়ামী রাজনীতিতে যুক্ত হন। তিনি নিজেকে সমাজসেবক হিসেবে উপস্থাপন করতে বিভিন্ন সামাজিক কাজেও জড়িত হন। তবে তার ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছিল। অতীতে একাধিকবার ইয়াবা নিয়ে আটক হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করেন।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, “মিন্টু আগেও ইয়াবা নিয়ে আটক হয়েছিল, এবারও হয়েছে।”