ইয়াবাসহ ৭ মাদক পাচারকারি আটক

fec-image

কক্সবাজারে টেকনাফ সদরের সমুদ্র উপকূলে যৌথ অভিযানে মাছ ধরার ট্রলার থেকে ৪০ হাজার ইয়াবাসহ সাত মাদক পাচারকারিকে আটক করেছে  র‌্যাব ও কোস্টগার্ড।

শনিবার (২২ মার্চ) বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আটকরা হল, সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), মো. আব্দুল্লাহ (১৯), রিয়াজ উদ্দিন (২০), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৯)।

আটকরা সকলেই টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উপকূলবর্তী মহেশখালিয়া পাড়া সংলগ্ন সাগরে ট্রলার যোগে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালানসহ কতিপয় লোকজনের অবস্থানের খবর পায় র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা।

পরে একটি যৌথদল সেখানে অভিযান চালায়। এতে সাগরে উপকূলে নোঙ্গর করা একটি ট্রলারে অবস্থানকারি লোকজনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশী চালায়।

“ এক পর্যায়ে ট্রলারটির ইঞ্জিন রুমের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে পাওয়া যায় ৪০ হাজার ইয়াবা। এসময় ট্রলারে থাকা ৭ জনকে আটক করা হয়। “

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন