ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষতি নিয়ে ভিন্নমত


চীন ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক লি চিসিন বলেন, ‘পরমাণু জ্ঞান বোমা দিয়ে ধ্বংস করা যায় না। ইরানের পারমাণবিক জ্ঞান ও অভিজ্ঞতা সহজে মুছে ফেলা যাবে না। ইরানের কার্যক্রম নিয়ে আইএইএ এখন এক প্রকার অন্ধকারে।’
তিনি আরও বলছেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি অক্টোবরে শেষ হতে চলেছে, নতুন কোনো চুক্তির আলোচনাও নেই। ফলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্থিরতা ও উত্তেজনার ঝুঁকি বাড়ছে।
ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার পর ওয়াশিংটন ও তেলআবিব দাবি করছে, তেহরানের পরমাণু সক্ষমতায় বড় আঘাত হেনেছে। তবে ইরান বলছে, তারা অটল এবং দ্রুত পুনর্গঠনে প্রস্তুত। ক্ষতি সীমিত এবং কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
নিংসিয়া বিশ্ববিদ্যালয়ের চীন-আরব গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক নিউ সিনচুন মনে করেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা-আইএইএ’র অধীন থাকা স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় ইরান আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে-যা ভবিষ্যত আলোচনায় একটি কৌশলগত দিক হতে পারে।