ইরানের পারমাণবিক বোমা নিয়ে নেতানেয়াহুর চার দশকের মিথ্যাচার

fec-image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেয়াহু প্রায় চার দশক ধরে ইরানকে পারমাণবিক বোমা তৈরির হুমকি হিসেবে তুলে ধরছেন। তিনি বিভিন্ন সময়, বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে এবং ইসরায়েলি সংসদে এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। নিচে তার উল্লেখযোগ্য বক্তব্য ও ঘটনাক্রম তুলে ধরা হলো।

১৯৯২: ইসরায়েলের উপ-প্রধানমন্ত্রী থাকাকালীন নেতানেয়াহু বলেন, ইরান “তিন থেকে পাঁচ বছরের মধ্যে” পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। তিনি দাবি করেন, ইরানের শাসকরা প্রকাশ্যে বলেছেন তারা একটি “ইসলামিক বোমা” বানাতে চায়, যার লক্ষ্য হবে ইসরায়েল।

১৯৯৩: ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োথ আহরোনোথ-এ প্রকাশিত কলামে নেতানেয়াহু লেখেন, ইরান ১৯৯৯ সালের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

২০০২: যুক্তরাষ্ট্র কংগ্রেসে নেতানেয়াহু বলেন, “২০ বছরেরও বেশি সময় আগে আমি সতর্ক করেছিলাম, কেউ হস্তক্ষেপ না করলে ইরান পাঁচ বছরের মধ্যে পারমাণবিক বোমা বানাবে”।

২০০৯-২০১২: পুনরায় প্রধানমন্ত্রী হয়ে নেতানেয়াহু জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের পারমাণবিক কর্মসূচিকে “ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি” হিসেবে তুলে ধরেন।

২৭ সেপ্টেম্বর ২০১২: জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানেয়াহু একটি চিত্রিত বোমা দেখিয়ে বিশ্বকে সতর্ক করেন এবং বলেন, “ইরানকে পারমাণবিক বোমা তৈরির দ্বিতীয় ধাপে যেতে বাধা দিতে হবে, নাহলে আগামী গ্রীষ্মের মধ্যেই তারা বোমা বানিয়ে ফেলতে পারবে”।

২০১৫: মার্কিন কংগ্রেসে বক্তৃতায় নেতানেয়াহু বলেন, ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি “খুব খারাপ” এবং এতে ইরান শেষ পর্যন্ত বোমা বানানোর সুযোগ পাবে।

২০১৮: তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ভাষণে নেতানেয়াহু বলেন, “ইসরায়েল কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না”।

২০১৯: আবারও আন্তর্জাতিক মঞ্চে একই বার্তা দেন—ইরান পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে এবং বিশ্বকে সতর্ক থাকতে হবে।

২০২৪-২০২৫: গাজা যুদ্ধ ও ইরান-ইসরায়েল সামরিক উত্তেজনার মধ্যে নেতানেয়াহু বলেন, “ইরান আমাদের ধ্বংস করতে পারমাণবিক বোমার মজুদ গড়ার চেষ্টা করছে” এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য এটি সবচেয়ে বড় হুমকি।

২০২৫: ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার পর নেতানেয়াহু আবারও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর দ্বারপ্রান্তে এবং ইসরায়েল এই হুমকি প্রতিরোধে বদ্ধপরিকর।

নেতানেয়াহু ১৯৯০-এর দশক থেকে আজ পর্যন্ত নিয়মিতভাবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের অস্তিত্বের জন্য প্রধান হুমকি হিসেবে তুলে ধরেছেন। তিনি বিভিন্ন সময়ে, বিভিন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া মঞ্চে ইরানকে পারমাণবিক বোমা বানানোর দ্বারপ্রান্তে বলে সতর্ক করেছেন, যদিও এই সময়ের মধ্যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করেনি বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান-ইসরায়েল যুদ্ধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন