ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন : পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি


ইরানি স্বদেশবাসী,
আমাদের প্রিয় মাতৃভূমি ইরান, একটি অপরাধী ও দখলদার ইসরাইলের আগ্রাসনের শিকার হয়েছে।
আজ সকালে, দখলদার ইহুদিবাদী ইসরাইল আমাদের জাতীয় সার্ববৌমত্ব ও ভৌগোলিক সীমা লঙ্ঘন করে রাজধানী তেহরানসহ ইরানের আরো বেশ কয়েকটি শহরের আবাসিক এলাকায় হামলা চালিয়ে বেশ কিছু সংখ্যক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদকে শহীদ করেছে। এর পাশাপাশি তারা সাধারণ মানুষকেও শহীদ করেছে।
ইহুদিবাদী ইসরাইলের অমার্জনীয় আগ্রাসনে আমাদের মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গকারী ব্যক্তিদের শাহাদাতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ নেতা এবং ইরানের সম্মানিত জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছে।
ইরানের উপর ইহুদিবাদী ইসরাইলের হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে এই আগ্রাসনের জবাব দেয়া ইরানের আইনগত ও বৈধ অধিকার এবং ইরানের সশস্ত্র বাহিনী তাদের সমস্ত শক্তি ও নিজস্ব পদ্ধতিতে ইরানি জাতিকে রক্ষা করতে পিছ পা হবে না।
জাতিসংঘের অস্তিত্বের দর্শন হলো আগ্রাসন ও শান্তির প্রতি যেকোনো হুমকি প্রতিরোধ করা। তাই জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরান সেদেশে ইসরাইলের আগ্রাসনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। কেননা ইসরাইলের এই আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।
ররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের সনদ অনুসারে এই সংস্থার মহাসচিবের কর্তব্যের কথাও স্মরণ করিয়ে দিয়ে এই বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র, বিশেষ করে আঞ্চলিক ও মুসলিম দেশ, জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল রাষ্ট্রের কাছ থেকে আশা করা হচ্ছে যে তারা অবিলম্বে এই অপরাধমূলক আগ্রাসনের নিন্দা জানাবে এবং এই বিপজ্জনক আগ্রাসনের মোকাবিলায় তাৎক্ষণিক ও সম্মিলিত পদক্ষেপ নেবে, যা কিনা নিঃসন্দেহে বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে নজিরবিহীন হুমকির মুখে ফেলেছে।
আমাদের প্রিয় মাতৃভূমি ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিপজ্জনক ও সুদূরপ্রসারী প্রভাব ও পরিণতির দায় ইসরাইল ও তার সমর্থকদের উপর বর্তাবে।
ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় ও অনুমোদন ছাড়া পরিচালিত হতে পারত না। তাই, এই ইসরাইলের প্রধান সমর্থক হিসেবে মার্কিন সরকারও এই্ আগ্রাসনের বিপজ্জনক প্রভাব ও পরিণতির জন্য দায়ী থাকবে।