ইরানে অনুমান-নির্ভর হামলা চালিয়েছে ইসরাইল

fec-image

ইরান পারমাণবিক চুক্তি মেনে নিলে সংঘাত এড়ানো যেত––ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদেহ বলেছেন, ইসরাইল বোমা মেরে ‘নাশকতা’ শুরুর আগ পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা, এমন প্রশ্নের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিবিসিকে বলেন, ‘এটা অর্থহীন, আপনি অনুমান অথবা উদ্দেশ্যের ভিত্তিতে যুদ্ধ শুরু করতে পারেন না।’

নিজের কাছে পারমাণবিক অস্ত্র থাকার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য তিনি ইসরাইলকে দোষারোপ করেন। তিনি এটিকে ‘খুবই খারাপ পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।

ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয়, যদিও তারা এটি স্বীকার বা অস্বীকার কোনোটিই করে না।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ইসরাইল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন