ইরানের সামরিক বাহিনীর হাতে ভূপাতিত ইসরায়েলি একটি ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় ও স্থানীয় সংবাদমাধ্যম।ইরানি টেলিভিশন ও অনলাইন পোর্টালগুলো জানিয়েছে, ভূপাতিত ড্রোনটি ইসরায়েলের হার্মাস ৯০০ মডেলের। এটি ইরানের লোরেস্তান প্রদেশের খোররামাবাদে ভূপাতিত করা হয়।স্থানীয় সংবাদমাধ্যম Lorestan News টেলিগ্রামে জানায়, ড্রোনটি গুলি করে নামানোর অভিযান পরিচালনা করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)।এ ঘটনায় ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশের আকাশসীমা রক্ষায় যেকোনো বিদেশি হস্তক্ষেপের কড়া জবাব দেওয়া হবে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।সূত্র : আল জাজিরা।