ইরানে নিরাপদে আছেন ১৪ হাজার বাংলাদেশি


ইরানে বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছেন। ইসরায়েলের হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তেহরানে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ইরানে ইসরায়েলের হামলার পর দূতাবাস বিভিন্ন জায়গায় অবস্থানরত বাংলাদেশিদের খোঁজখবর নিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।
একটি সূত্র জানায়, বাংলাদেশের দূতাবাসের তালিকায় ইরানে ৬৭২ জন বাংলাদেশি রয়েছেন। তবে তালিকার বাইরেও বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন দেশটিতে।
সব মিলিয়ে এ সংখ্যা হতে পারে প্রায় ১৪ হাজার। যাদের মধ্যে বেশিরভাগই অনিয়মিত।
ঘটনাপ্রবাহ: ইরান-ইসরায়েল যুদ্ধ
Facebook Comment