parbattanews

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

ছবি: এএফপি

দক্ষিণ সিরিয়ায় শনিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। পরপর দ্বিতীয় দিনের হামলা প্রতিরোধে সিরিয়ার বিমানপ্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ভূমিকা রেখেছে।-খবর এএফপির

সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরাইল বিমান অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর মধ্যে দুটি হামলার লক্ষ্যবস্তু ছিল একটি সিরীয় সেনা ব্রিগেড। এই সেনাদল দেশটির কেনিতরাত প্রদেশের দেখভালো করেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানিয়েছে, দখলদার ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা মোকাবেলা করে।

তবে এ নিয়ে ইসরাইলি সামরিক বাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়েছে, ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র আসার পরের দিন নতুন করে এ হামলার ঘটনা ঘটেছে।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে শত শত ইসরাইলি হামলার ঘটনা ঘটেছে। দখলদার ইসরাইলের দাবি, তারা ইরানি ও হিজবুল্লাহ লক্ষ্যবস্তুকে হামলা চালাচ্ছে।

ইসরাইল বলছে, সিরিয়ায় সামরিকভাবে চিরবৈরী ইরানকে প্রতিরোধ করতেই এমন হামলা চালানো হচ্ছে।

গত আট বছর ধরে যুদ্ধে সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সমর্থন করে যাচ্ছে তেহরান।

Exit mobile version