ইসরাইলকে অস্ত্র না দিতে মার্কিন ইহুদিদের আহ্বান


যুক্তরাষ্ট্র-ভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ ইহুদি ভয়েস ফর পিস (জেভিপি) ইরানের ওপর ইসরাইলের হামলা ‘অবিলম্বে বন্ধ’ করার আহ্বান জানিয়েছে। তারা এই হামলাকে ‘পূর্ণ আঞ্চলিক যুদ্ধ’-এর হুমকি বলে উল্লেখ করেছে।
শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া জেভিপির বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সরকারের যুদ্ধাপরাধের জন্য কয়েক দশক ধরে আন্তর্জাতিকভাবে সমর্থিত দায়মুক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক তহবিল আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে।’
যুক্তরাষ্ট্র ইসরাইলকে বার্ষিক কমপক্ষে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান করে এবং ২০২৩ সালের অক্টোবরে গাজায় ভয়াবহ বোমাবর্ষণ শুরু করার পর থেকে আরো বিলিয়ন ডলার পাঠিয়েছে।
জেভিপি বলছে, ‘ইরানের সাথে উত্তেজনার মধ্যে, ইসরাইলি সরকার মার্কিন অর্থায়ন এবং সমর্থন দিয়ে ফিলিস্তিনিদের ওপর তার নৃশংস হত্যাকাণ্ড এবং অনাহার বৃদ্ধি করে চলেছে।’
ইসরাইলেকে অস্ত্র না দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। তারা বলছে, ‘ইসরাইল গণহত্যা করছে এবং আঞ্চলিক যুদ্ধের উসকানি দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এখনই ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধ করতে হবে।’