ইসরাইলের নথি ফাঁস করল ইরান


ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে পরিচালিত যুগান্তকারী সাইবার ও মাঠ পর্যায়ের অভিযানের গোপন নথি প্রকাশ করতে শুরু করেছে ইরান। এতে ইসরাইলের সঙ্গে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির আওতাবহির্ভুত বিষয়ে যোগাযোগের প্রমাণ রয়েছে।
ইরানকে আনুষ্ঠানিকভাবে এনপিটি ভঙ্গের দায়ে অভিযুক্ত করার কয়েক ঘন্টার মধ্যে এসব ডকুমেন্ট প্রকাশ করা শুরু করল ইরান।
ফার্স নিউজ প্রকাশিত ছবিতে ইসরাইলের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগের কয়েকটি গুরুত্বপূর্ণ নথির কপি দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছে কিছু হিব্রু ও ইংরেজি ভাষায় ইমেইল আদান-প্রদান। একটি ওয়েবিনার পোস্টার এবং আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা’র মহাসচিব রাফায়েল গ্রোসিকে পাঠানো কূটনৈতিক চিঠিও রয়েছে।
বেশ কয়েকটি হিব্রু ভাষার ইমেইলে দেখা যাচ্ছে যে, ইসরাইলি একাডেমিক ও কূটনৈতিক মহল আন্তর্জাতিক সংস্থার (বিশেষ করে আইএইএ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়) সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে চলেছে।
একজন ইসরাইলি গবেষক বা প্রতিনিধির নাম Merav Zaki-Odus ও Eli Reing–এর উল্লেখ রয়েছে, যারা ওয়াশিংটন ইউনিভার্সিটি এবং Israel Institute-এর সঙ্গে যুক্ত। তারা ইরান ও ইসরাইলের পারমাণবিক শক্তি বিষয়ক আলোচনার জন্য আন্তর্জাতিক ওয়েবিনার ও গবেষণামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন।