ইসরাইলে ব্যালিস্টিক মিসাইল হামলা


দক্ষিণ ইসরাইলের বীরশেবা শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হাউছি সম্প্রদায়।
গোষ্ঠীটি জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ‘জুলফিকার’ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরাইলের একটি ‘সংবেদনশীল’ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ইসরাইলি পক্ষ হামলাটি ‘সম্ভবত সফলভাবে প্রতিহত করা হয়েছে’ বলে দাবি করলেও হাউসিরা তাদের এক বিবৃতিতে জানায়, ‘অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, গত সপ্তাহের শুরুতেও হাউছি যোদ্ধারা বীরশেবা, জাফা এবং হাইফা শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলা গাজার ওপর ইসরাইলের সামরিক আগ্রাসন বন্ধে চাপ সৃষ্টির কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের নভেম্বর থেকে হাউছিরা ইসরাইলি শহর ও ইসরাইলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে হামলা শুরু করে। গাজায় ইসরাইলি অভিযানের প্রতিবাদে তারা এই সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে।