ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ কুতুবদিয়ায়


ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বর্ববর হামলার প্রতিবাদে কক্সবাজারের কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের জনতা। শুক্রবার (২১ মার্চ) বাদে জু’মা উপজেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। কয়েক‘শ মুছুল্লি,ছাত্র-জনতাসহ বিক্ষোভ মিছিলটি বিদ্যুৎ মার্কেট থেকে শুরু হয়ে উপজেলা গেট, হাসপাতাল গেট, বড়ঘোপ বাজার ঘুরে লামার বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন।
এসময় খতীব মাওলানা কুতুব উদ্দিন কুতুবী, কলেজ শিক্ষক মোহাম্মদ রিফাত, রায়হান সোবহান ইমন, যিকির ইমাম, মাও.শফিউল আলম নুরী, মিজানুর রহমান কুতুবী, ছরোয়ার কুতুবী প্রমুখ বক্তব্য দেন।। বক্তারা গাজায় নগ্ন হামলা বন্ধ, ইসরায়েলকে মদদদাতার বিরুদ্ধে শ্লোগান ও ইসরাইলী পণ্য বর্জনের ডাক দেন সমাবেশে।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়ায় বিক্ষোভ
Facebook Comment