ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ

fec-image

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন ও ভারতের গুজরাটে মুসলিম নিধনের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকালের দিকে সর্বস্ত‌রের জনতার ব্যানারে আ‌য়ো‌জিত বিক্ষোভ মিছিলটি মাটিরাঙা কেন্দ্রীয় জামে মসজিদ সাম‌নে থে‌কে‌ শুরু হয়ে পৌর শহর প্রদ‌ক্ষিণ শে‌ষে সং‌ক্ষিপ্ত সমা‌বেশ করা হয়।

এ‌তে বক্তব্য রা‌খেন, মাওলানা শামিম হোসেন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান ফারুকী,
কাজীপাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতী আলমগীর হোসেন।

ফি‌লি‌স্তিন ও ভার‌তের গুজরা‌টে নির্বিচা‌রে হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম বিশ্বনেতাদের এগিয়ে আসার আহবান জানি‌য়ে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে ইসরায়েল নি‌র্বিচা‌রে হত্যাকাণ্ড চালা‌চ্ছে। এ‌তে হাজার হাজার নি‌রীহ বি‌শেষ নারী শিশু হত্যার শিকার হ‌চ্ছে।
অপর দিকে ভার‌তের গুজরাটের মুসলিম নিধনের হুঁশিয়া‌রি দেয়া হ‌চ্ছে। তাই নীরব না থে‌কে হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ব মুস‌লিম নেতাদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

এসময় মাটিরাঙা কওমি ওয়ালামা ঐক্য পরিষদ, ইকরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বন্ধু জুনিয়র, মাটিরাঙা ইসলাম প্রচার সংস্থা, বিভিন্ন মসজিদের ঈমাম ও মাদ্রাসার শিক্ষার্থীসহ নানা বয়স ও শ্রেণী-পেশার লোকজন উপ‌স্থিত ছি‌লেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন