ইরানের হামলা

ইসরায়েলে গৃহহীন ৫ হাজার মানুষ

fec-image

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে ইসরায়েলের পাঁচ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ। বৃহস্পতিবার (১৯ জুন) সংবাদ মাধ্যমটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫ হাজার ১১০ জনকে গৃহহীন হিসেবে শনাক্ত করেছে, যার মধ্যে ৯০৭ জন রাজধানী তেল আবিবের বাসিন্দা।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই এখন ইসরায়েলের যুদ্ধের অন্যতম লক্ষ্য।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া তাদের দুর্বলতার লক্ষণ। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র যে ধরনের কথা বলছে তা বেঞ্জিয়ামিন নেতানিয়াহু সরকারের দুর্বলতা এবং অক্ষমতার লক্ষণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন