parbattanews

ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স ও পানির বোতল বিতরণ

DSCN2832 copy

রাজস্থলী প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলায় ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকাল ১১ টায় বিদ্যালয়ের মিড-ডে-মিল চালু করনের লক্ষ্যে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারাধন কর্মকার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লীজা খাজা।

বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা মোসাম্মৎ সালমা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচিংহ্লা মারমা, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোতালেব হোসেন, স্থানীয় কার্বারী আব্দুল জলিল মোড়ল, ইসলামপুর গাইন্দ্যা বাজার পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ সানা প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ১ম শ্রেণী হতে ৮ম শ্রেণী পর্যন্ত ৩৭০ জন ছাত্র-ছাত্রীরা টিফিন বক্স ও পানির বোতল পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে।

বিতরণ অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসকের বিশেষ পরিকল্পনায় রাজস্থলী উপজেলায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিল চালুর লক্ষ্যে এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতরণ শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কর্তৃক বরাদ্ধকৃত টিআর প্রকল্পের অধীনে ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭টি কক্ষে ওয়ারিং এর জন্য ৫০ হাজার টাকার প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়নে সন্তেুাষ প্রকাশ করেছে।

Exit mobile version