parbattanews

ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনের দায়ে দু’টি ড্রেজার মেশিন ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদরের ইসলামাবাদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার(২ মে) কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ায় রাজঘাট নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. নোমান হোসেন।

তিনি জানান-অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ওই এলাকা ও তার আশেপাশে ব্যাপকহারে ভাঙন দেখা দিয়েছে এবং প্রায়ই বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য দুইটি ড্রেজার জব্দ ও ধ্বংস করা হয় এবং বিপুল পরিমান বালুর পাইপ কেটে ফেলা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ বাহিনীর সদস্যসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

Exit mobile version