ইসলামী শিক্ষায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন এই বিখ্যাত গায়ক (ভিডিও)
ইসলাম গ্রহণ করলেন ব্রিটেনের বিখ্যাত গায়ক (ব্যাপার) ডাচভিলি। এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে ইসলামী শিক্ষার প্রতি তার অসাধারণ মুগ্ধতা।
বুধবার এক্সপ্রেস নিউজ এ খবর নিশ্চিত করে।
সংবাদমাধ্যমটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে ডাচভিলিকে এক আলেমের কাছে কালিমা পাঠ করে ইসলামে প্রবেশ করতে দেখা যায়। এই গায়কও তার ইনস্টাগ্রাম একাউন্টে নিজের ইসলামে দীক্ষিত হওয়ার ভিডিওটি শেয়ার করেছেন।
সূত্রে জানা যায়, ইসলামী শিক্ষায় প্রভাবিত হয়ে মুসলিম হয়েছেন তিনি। এর আগে তিনি পবিত্র কুরআন ও বেশ কিছু ধর্মীয় বই পড়েন। তারপরই সিদ্ধান্ত নেন ইসলাম গ্রহণের।
সূত্র : এক্সপ্রেজ নিউজ
A video has been circulating online of the prominent UK rapper, 'Dutchavelli', taking his shahadah and becoming Muslim. pic.twitter.com/ZAv3LIzL7i
— 5Pillars (@5Pillarsuk) August 3, 2022