parbattanews

ইসি চাইলে সশস্ত্র বাহিনীকে নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিতে পারবে

বৃহস্পতিবার অনুষ্ঠিত দিনব্যাপী আলোচনায় আচরণ বিধিমালা-২০২৫ চূড়ান্ত করা হয়, তবে আরপিও নিয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।

আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এতে করে নির্বাচন কমিশন চাইলে সেনা, নৌ ও বিমান বাহিনীকে নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিতে পারবে।

এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকালেই নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত দিনব্যাপী আলোচনায় আচরণ বিধিমালা-২০২৫ চূড়ান্ত করা হয়, তবে আরপিও নিয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। সভায় একজন প্রার্থীর একাধিক আসনে ভোট দেয়ার বিধান থেকে ৩ আসনে থেকে কমিয়ে ২ আসনে করার সুপারিশ থাকছে। এছাড়া ভোট বাতিল সংক্রান্ত নিয়মাবলী সংশোধন ও নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সশস্ত্র বাহিনী যুক্ত করার বিষয়েও সুপারিশ আসার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version