parbattanews

ইস্ত্রি ছাড়াই কুঁচকানো কাপড় সমান করার উপায়!

লাইফস্টাইল ডেস্ক:

জেনে নিন ইস্ত্রি ছাড়াই কীভাবে চটকানো বা কুঁচকানো কাপড় সমান করবেন।

হেয়ার স্ট্রেটনার:

কাপড় সোজা বা সমান করার জন্য হেয়ার স্ট্রেটনার ব্যবহার করতে পারেন। হেয়ার স্ট্রেটনার দিয়ে কাপড়ের ভাঁজে ভাঁজে সমানভাবে টেনে টেনে ঘষে নিন। এত আপনি ইস্ত্রি করার মতো ফল পাবেন।

হেয়ার ড্রায়ার:

কুঁচকানো জামা-কাপড়ের ভাঁজের ওপর সামান্য ঠাণ্ডা পানি দিয়ে তার ওপরে কিছুক্ষণ হেয়ার ড্রায়ার চালিয়ে রাখুন। এরপর দেখবেন কুঁচকানো কাপড় অনেকটাই সমান হয়ে গেছে।

গরম পানির পাতিল:

লোহার একটি পাতিলে কিছুক্ষণ পানি ফুটিয়ে নিন। এর পর পানি ফেলে দিয়ে ওই পাতিল দিয়ে কুঁচকানো জামা-কাপড়ের ওপর ইস্ত্রি চালানোর মতো করে ঘষে নিন। দেখবেন ইস্ত্রির মতো হয়ে যাবে।

সাদা ভিনেগার:

কুঁচকানো কাপড় সমান করার জন্য সাদা ভিনিগার ব্যবহার করতে পারেন।২ কাপ পানিতে ৩-৪ চামচ সাদা ভিনিগার মিশিয়ে নিয়ে কুঁচকানো জামা-কাপড়ের ভাঁজে ভাঁজে স্প্রে করে আলতো হাতে পোশাকটা একটু সমান করে ঘষে নিন।

ওয়াশিং মেশিন:

ওয়াশিং মেশিনেই ‘আয়রনিং’ অপশন থাকে। এই ‘আয়রনিং’ অপশন কাজে লাগিয়েও জামা-কাপড় আয়রন করে নিতে পারেন।

Exit mobile version