parbattanews

থানচিতে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

বানদরবানে থানচি উপজেলার তিন্দু মুখ এলাকা ইয়াবা পাচারকালে বিজিবির অভিযানে হাতেনাতে ১০ হাজার পিস ইয়াবা এবং বিভিন্ন সরঞ্জামসহ এক পাহাড়ি ব্যবসায়ীকে আটক করেছে ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা তিন্দু ক্যাম্পের নিচে নদীর ঘাট হতে তল্লাশী চালিয়ে বড় একটি ইয়াবা চালানসহ আটক করে থানচি সোর্পদ কার হয়।

আটক কৃত ব্যক্তির অংথোয়াইচিং মারমা (৪৫)। তিনি থানচি উপজেলা বড় মদক প্রুসাাং পাড়া বাসিন্দা ।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড় মদক হতে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে থানচি অভিমূখে যাচ্ছিলেন। ওই দিন সন্ধ্যা বেলা তিন্দু মূখ এলাকা সিওপি ক্যাম্পে ঘাটে পৌঁছলে বিজিবি নিজস্ব গোয়েন্দা সংস্থা (আরআইপি)‘র তথ্যের ভিত্তিতে ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের জোনাল কমাল্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ সানবীল হাসান মজুমদার অনুমতি ক্রমে নৌকা তল্লাশী চালালে ১০ হাজার ইয়াবা পিস প্যাকেট একটি মোবাইল সেট, একটি চাকু উদ্ধার করে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে বিজিবি ৩৮ ব্যাটালিয়ানে জিজ্ঞাসাবাদে পর বুধবার (২৬ আগস্ট) থানচি থানা সোর্পদ করা হয়েছে বলে জানান।

৩৮ ব্যাটালিয়ানে জোনাল কমাল্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ সানবীর হাসান মজুমদার বলেন, বিজিবি মাদকের একটি বড় চালান আটক করতে স্বক্ষম হয়েছে  এবং এ অভিযান অব্যাহত রাখবেন।

Exit mobile version