ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

টেকনাফে ছুটি কাটানোর আড়ালে ইয়াবা পাচারকালে এবার ধরা পড়ল এক বিজিবি সদস্য। মাদকবিরোধী অভিযানের মধ্যেও একজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য হয়ে ইয়াবাসহ আটকের ঘটনায় চলছে তীব্র সমালোচনা।

আটক মো. এনামুল হক (৩৫) ঢাকা সেনানিবাসের ৩২৫ দক্ষিণ কাফরোল এলাকার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার(২ ডিসেম্বর) রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের বাসস্টেশন এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে ব্যারিকেড দিয়ে অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ পুলিশ আটক করে।  আটককৃত বিজিবি টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সহকারী সৈনিক হিসেবে দায়িত্বরত আছেন। তাঁর ব্যাচ নং-(৭৫৭২১)

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যানবাহন তল্লাশী করে পুলিশ ইয়াবাসহ এক যাত্রীকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে টেকনাফ ২ বিজিবিতে কর্মরত সহকারী সিপাহী বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে টেকনাফসহ সারাদেশে মাদক বিরোধী সাড়াঁশী অভিযানের মধ্যেও সীমান্ত রক্ষী বাহিনী সদস্য ইয়াবাসহ আটক হওয়ায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন