parbattanews

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪হাজার ৮৭০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে ঘুমধুম ইউনিয়নের ঘোনারপাড়া আলুর ঘোনা এলাকায় এই অভিযান চালায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ। আটকৃতরা হলো মোঃ ছলিম (৪২) ও ইলিয়াস (২২)। উভয়ে উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যম্পে অবস্থানরত বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম পুলিশ ফাড়িঁর একটি অপারেশ দল ঘুমধুম ঘোনারপাড়া আলুরটিলা এলাকায় অভিযান চালানো হয়।

এসময় দুই পাচারকারীকে চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা তাদের আটকের পর দেহ তল্লাসী করে ৪হাজার ৮৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ইন্সপেক্টর বিল্লাহ আহমদ সিকদার ও ডিউটি অফিসার জাফর ইকবাল জানান, আটকৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে (মামলা নং-২, তারিখ ৬ডিসেম্বর ২০২০)।

Exit mobile version