parbattanews

 ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ৩ মাদক কারবারী আটক

আটককৃত ৩ মাদক কারবারী

টেকনাফে একটি জিপ থেকে ১ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ৬ লাখ টাকাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সদস্যরা।

সোমবার রাতে তাদের আটক করা হয়। এ অভিযানে একটি জিপ(হুন্দাই) জব্দ করা হয়। র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব (এক্স-পিপিএম) বিএন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন, চট্টগ্রামের লোহাগাড়ার আল হোসাইন শপিং মহলের ফ্যামেলি কেয়ার কাপড়ের দোকান ব্যবসায়ী মৃত আবু তাহেরের ছেলে তারেক হোসেইন (৩৪), তার সাথে মাদক ক্রয় করতে আসা ঢাকার মিরপুরের আরিফুর রহমান (৩০) ও ফরিদপুর বোয়ালমারী রূপাপথ এলাকার কাজী হোসেনকে আটক করতে সক্ষম হয়। পরে একটি হুন্দাই জিপ (ঢাকা মেট্রো-ঘ-১১-৬৯৫৯) জব্দ করা হয়।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব (এক্স-পিপিএম) বিএন ঘটনার সত্যতা গণমাধ্যমকে জানান, সরকারি (নিলামকৃত) একটি হুন্দাই জিপে ইয়াবা পাচার হয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী নামক এলাকায় অবস্থান নিয়ে টেকনাফ থেকে কক্সবাজার অভিমুখী হুন্দাই জিপটি থামিয়ে তল্লাশি শুরু করে। এসময় জিপের ভেতর থেকে ১ হাজার ইয়াবা, মাদক বিক্রির সাড়ে ৬ লাখ টাকাসহ তাদের আটক করে।

তিনি আরও জানান, মাদক কারবারীরা কৌশলে মাদক পাচার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের (নিলামকৃত) হুন্দাই জিপের মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা করছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version