ঈদগাঁওতে আ. লীগ নেতাদের বিরুদ্ধে প্রবাসীর বসতঘর দখলের চেষ্টা ও হত্যার হুমকি, থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁওতে এক প্রবাসীর বসতভিটা জবরদখলের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী নিয়ে হামলা, ভাঙচুর এবং প্রবাসীর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রবাসীর স্ত্রী রেবেকা সুলতানা ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানা গেছে, ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মোর্শেদ ও তার ছোট ভাই উপজেলা যুবলীগ নেতা জিয়াবুল মোর্শেদ গং দীর্ঘদিন ধরে প্রবাসী আজিজের বসতভিটা দখলের পাঁয়তারা করছে। আজিজ প্রবাসে থাকায় এবং জায়গার মূল্য বৃদ্ধির সুযোগে তারা জায়গাটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই জেরে গত ৪ ডিসেম্বর ভোরে সেলিম মোর্শেদ ও জিয়াবুল মোর্শেদের নেতৃত্বে ২০-৩০ জনের সশস্ত্র ভাড়াটে বাহিনী প্রবাসীর বাড়িতে হামলা চালায়। তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং দখল নিতে ব্যর্থ হয়ে গাছপালা কেটে ফেলে। পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে সশস্ত্র বাহিনী স্থান ত্যাগ করে। ওই সময় থানায় অভিযোগ জানানো হলেও দখলদাররা তা আমলে নেয়নি। পরে জালালাবাদ ইউনিয়ন পরিষদে বিচার দাখিল করা হলে সেখানেও তারা সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানায়। প্রবাসীর স্ত্রী রেবেকা সুলতানা বলেন, “২০১১ সাল থেকে আমি আমার তিন কন্যা সন্তান নিয়ে এখানে বসবাস করছি। বাড়িতে পুরুষ সদস্য না থাকায় সুযোগ নিয়ে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে হয়রানি করছে। হামলা ও হুমকির ছবি ও ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত আছে।” এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, রহিম, ব্যবসায়ী জসিম ও গিয়াস উদ্দিনসহ অনেকে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মসিউর রহমান জানান, ভুক্তভোগীর জিডির বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।অভিযুক্তদের মোবাইলে একাধিকবার কল দিলেও তারা ফোনরিসিভ করেননি। 
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন