ঈদগাঁওতে ইটভাটার চিমনি গুড়িয়ে দিল প্রশাসন


ঈদগাঁওতে তিনটি ইটভাটার চিমনি গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা জানান, উপজেলা ও থানা প্রশাসনের যৌথ দলের সমন্বয়ে পরিচালিত অভিযানে অবৈধ তিন ইটভাটা যথাক্রমে দিবা ব্রিকস, এসএমএ ব্রিকস এবং আরএমএম ব্রিকস এর চিমনি ভেঙে দেয়া হয়েছে। অপর আরকেসি ব্রিকস এর মহামান্য হাইকোর্টে রিট পিটিশন থাকায় স্থিতাবস্থা বজায় রাখা হয়েছে।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment