ঈদগাঁওতে জাহাঙ্গীর গংয়ের জায়গা দখলে মরিয়া প্রতিপক্ষ

fec-image

কক্সবাজারের ঈদগাঁওতে মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরীর বাজারস্থ কোটি মূল্যের জায়গা দখলে প্রতিপক্ষ মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছে জায়গার ওয়ারিশগং।

প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্বস্থ ডিসি সড়ক সংলগ্ন ঈদগাঁও মৌজার বিএস ৭৮৭১ নং খতিয়ানের মোট ২০ শতক জায়গা রায়তি মালিক কাশিম আলী গংয়ের খরিদ্দার কাশী মোহন দে এর দুই পুত্র বিভূতি ভূষণ দে ও মনোরঞ্জন দে হতে বিগত ২১ জানুয়ারি ১৯৯৩ ইংরেজিতে ২৩২ নং কবলা দলিল মুলে কাশিম আলী গং হতে বিভিন্ন কবলা বায়াক্রমে খরিদ্দার জাফরুল্লাহ হেলালী হতে বিগত ১৪ ডিসেম্বর ১৯৮৯ ইংরেজিতে ২৯২২ নং কবলা দলিল খরিদ মালিক মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরী স্বত্ব মালিক হয়।

তথ্য মতে, তিনি সহকারী জজ আদালত কক্সবাজারে স্বত্ব সাব্যস্তে দাখল স্থির মোকদ্দমা নং অপর ৫৫/২০০৫ ইরেজিতে আমান উল্লাহ চৌধুরী গংয়ের বিরুদ্ধে দোতরফাসূত্রে বিগত ১৮ এপ্রিল ২০১৮ ইংরেজিতে আদেশ প্রাপ্ত হয়। ২৪ এপ্রিল ২০১৮ ইংরেজিতে ডিগ্রি মুলে জাহাঙ্গীর আলম চৌধুরীর স্বত্ব দখলীয় মর্মে প্রাপ্ত জমি হয়।ইতিপূর্বে তপশিলোক্ত জায়গা নিয়ে আমান উল্লাহ চৌধুরী গং কতৃক সহকারী জজ আদালত কক্সবাজারে অবৈধ দখল উচ্ছেদক্রমে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আবেদনে দায়ের কৃত অপর ৪/২০০৫ মামলাটিও বিগত ২০১৪ ইংরেজিতে আমান উল্লাহ চৌধুরী স্বয়ং প্রত্যাহার করে নেয়ায় তপশিলোক্ত জমিতে মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরীর স্বত্বদখলও প্রমাণিত হয়। অপরদিকে এ দোতরফা ডিগ্রিকে অস্বীকার করে স্থানীয় জনৈক জিয়া নামের প্রতিপক্ষ উক্ত জমিটি একটি ভূয়া খতিয়ান মূলে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে জাহাঙ্গীর গংয়ের ওয়ারিশদের দাবি।

প্রকৃতপক্ষে উক্ত খতিয়ানের বিরুদ্ধে আদালতের একাধিক ডিগ্রি থাকা সত্বেও প্রভাবশালী প্রতিপক্ষ তা দখলে মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছে মরহুম জাহাঙ্গীর গংয়ের ওয়ারিশ শিহাব গং। তাই তারা এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযোগ উঠা জিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কাগজপত্র নিয়ে সাক্ষাৎ করবেন বলে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন