ঈদগাঁওতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টে ইসলামপুর চ্যাম্পিয়ন


কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে ইসলামপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার (১৮ জানুয়ারি) ঈদগাহ রশিদ আহমদ কলেজ মাঠে পূর্বনির্ধারিত সময়ে শুরু হওয়া ইসলামপুর বনাম জালালাবাদ ইউনিয়নের মধ্যকার ফাইনাল খেলা নির্দিষ্ট সময়ে গোল শুন্য ড্র হয়।
পরে ট্রাইবেকারে ইসলামপুর ইউনিয়ন ৫-৪ চার গোলে জালালাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ইসলামপুরের পক্ষে গোল রক্ষক রাকিব একটি পেনাল্টি শট ঠেকিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা চ্যাম্পিয়ন দল ইসলামপুরের পক্ষে ইউনিয়ন চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইনের হাতে চ্যাম্পিয়ন ট্র্পি তুলে দেন।
Facebook Comment