parbattanews

ঈদগাঁওতে তিন প্রতিষ্ঠানে সিলগালা ও অর্ধ লাখ টাকা জরিমানা

কক্সবাজারের ঈদগাঁওতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকরিয়ার নেতৃত্বে তিন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এর মধ্যে এক প্রতিষ্ঠানকে সিলগালা ও আরো দুই প্রতিষ্ঠানকে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৫ সেপ্টম্বর) বেলা সোয়া ৩ টার দিকে ঘন্টাব্যাপী ঈদগাঁও স্টেশন ও গরু বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার পেইজ সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ঈদগাঁও স্টেশনে বাজারে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম চালানোর দায়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ল্যাবকে ২০ হাজার টাকা, গরু বাজারে আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া কম্বাইন্ড মেডিকেল ডক্টরস চেম্বার নামের আরেক প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদর ডা. রাদিয়া আফরোজ ও কক্সবাজার সদর স্যানিটারী ইন্সপেক্টর জহর লাল পাল।

Exit mobile version