ঈদগাঁওতে পৃথক ডাকাতির ঘটনায় সাংবাদিকের মোটরসাইকেলসহ দুই জনের সর্বস্ব লুট

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ডাকাত জোন হিসেবে খ্যাত ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ১৪ জুলাই (মঙ্গলবার) রাত ১০টার দিকেই পৃথক ডাকাতির শিকার হয়েছে এক সাংবাদিকহ অপর একজন।

এসময় ডাকাতদল তাদের জিম্মি করে দুটি মোটরসাইকেলসহ সর্বস্ব লুটে নেয়।

ডাকাতির শিকার সাংবাদিক জাফর আলম জুয়েল জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। সড়কের উক্ত স্থানে পৌঁছামাত্রই উৎপেতে থাকা ডাকাতদল সড়কে গাছ ফেলে ব্যারিকেট দেয়। পরে তাকে অস্ত্রেরমুখে জিম্মি করে পার্শ্ববর্তী বনে নিয়ে নগদ টাকা, দুটি মোবাইল সেটসহ তার ইয়ামাহা ব্রান্ডের ভার্সন টু মোটরসাইকেলটি লুট করে ।

অপরদিকে একই দিন রাতে উক্ত সড়কে পৃথক ডাকাতির ঘটনায় আরফাতু্র রহমান নামের অপর এক ব্যক্তিকে জিম্মি করে তার চালিত সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেলসহ সর্বস্ব লুটে নেয়।

ডাকাতির শিকার উভয়ের বাড়ি পার্শ্ববর্তী রামু উপজেলার পাহাড়ি জনপদ ঈদগড় ইউনিয়নে।

ঈদগাঁও থানার দ্বিতীয় কর্মকর্তা মো: মাহবুবুল আলম দু’টি মোটর সাইকেল লুটের সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে তারা রাত দু’টা পর্যন্ত সম্ভাব্য বনে ও পাহাড়ে অভিযান চালান। তবে কোন কোন কিছুর সন্ধান পাননি।

পথচারী ও জনসাধারণের দাবি, ডাকাত জোন হিসেবে খ্যাত এ সড়কে ডাকাতি অনেকটা বন্ধ ছিল। ৫ আগস্টের পর পুলিশের নিষ্কৃতায় সম্প্রতি একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন