ঈদগাঁওতে বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে বন্য হাতির বাচ্চার মৃত্যু নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার সাতঘরিয়াপাড়া সংলগ্ন গর্জনতলা নামক স্থানে এ বাচ্চার সন্ধান মিলে ।

স্থানীয়রা জানিয়েছে, সকালে একদল কাঠুরিয়া বনে যাওয়ার পথে মৃত হাতির বাচ্চাটি দেখতে পায়। তারা বনবিভাগকে বিষয়টি অবগত করে। সকাল ১০টার দিকে রাজঘাট বনবিট ও ফুলছড়ি রেঞ্জের লোকজন ঘটনাস্থলে পৌঁছে।

তারা জানায়, মৃত হাতির বাচ্চাটি পুরুষ এবং এটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মত হবে। হাতিটির শরীরে বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

রাজঘাট বিট কর্মকর্তা শাহ্ আলম বলেন,গত দু’দিন ধরে একটি অসুস্থ বাচ্চা হাতির খবর পেয়ে আমরা তার চিকিৎসা চালায়, কিন্তু তাতেও হাতিটির শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

আজ সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি হাতির বাচ্চাটি মৃত ।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

তবে হাতির বাচ্চাটি প্রকৃত পক্ষে অসুস্থ ছিল, না কোন আক্রমণে আহত হয়েছে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. হুমায়ুন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন