জামায়াতে ইসলামীর বিবৃতি

ঈদগাঁওতে বিজয় মেলার নামে অসামাজিক কার্যকলাপ আর সহ্য করা হবে না

fec-image

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিজয় মেলার সময়সীমা বর্ধিত করার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা।

সংগঠনের উপজেলা আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী ও সেক্রেটারি মাওলানা নুরুল আজিম স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে বলেন, একটি মহল ঈদগাঁওর শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা চালাচ্ছে। এলাকায় যে কোনো উপায়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। বিজয় মেলার নামে কেউ অনুমোদনহীন জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা ও অসামাজিক কার্যকলাপ পরিচালনার হঠকারী সিদ্ধান্ত নিলে আমরা তা যে কোন মূল্যে প্রতিহত করবো। এলাকার তাওহীদি জনতা ষড়যন্ত্রকারীদের হীনস্বার্থ চরিতার্থ করতে দেবে না ইনশাআল্লাহ। এলাকার ধর্মপ্রাণ মুসলমানগন ও সর্বস্তরের সুধীমহলের মতামতের তোয়াক্কা না করে প্রশাসন বিজয় মেলার সময়সীমা বৃদ্ধির অনুমোদন দিলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনকে বহন করতে হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বিজয় মেলার যে আয়োজন ছিল তা এখন শেষ হয়েছে। একটি সুবিধাবাদী গোষ্ঠী এখন সে বিজয় মেলার মেয়াদকাল সম্প্রসারণের নামে উর্দ্ধতন প্রশাসনের নিকট যে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে তা কখনো সফল হবে না বলে মন্তব্য করেন উপজেলা জামাত নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জনধিকৃত ও গণবিমুখ যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহন থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে বিরত থাকার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন