ঈদগাঁওতে ৩ সহস্রাধিক ইয়াবাসহ মাদককারবারি র‌্যাবের জালে

fec-image

কক্সবাজারের ঈদগাঁওতে বিপুল পরিমাণ মরণ নেশা ইয়াবাসহ এক মাদককারবারি র‌্যাবের জালে আটকা পড়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ জানতে পারে উপরোক্ত স্থানে এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে খোদাইবাড়ী এলাকাস্থ মেসার্স রাশেদ ফিলিং স্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালায়নের চেষ্টাকালে মোঃ আলাউদ্দিন (২৭), পিতা-মোঃ আবুল বাশার, মাতা-দিলোয়ারা বেগম, সাং-সোনাইছড়ি, চকিদার পাড়া, ০৪নং ওয়ার্ড, টৈইটং ইউনিয়ন, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার সাথে থাকা একটি সাদা রংয়ের শপিং ব্যাগের ভিতর হতে ৩,০৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকা উদ্ধার করে। পরে সংশ্লিষ্ট আইনে অভিযানিকদল ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে।

ঈদগাঁও থানার দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে অভিযান পরিচালনাকারী দল উদ্ধারকৃত মাদক ও টাকাসহ ধৃতকে থানায় সোপর্দ করে এবং পরে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন