ঈদগাঁওতে ৪৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
কক্সবাজারের ঈদগাঁওতে ৪৪ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) র্যাব কক্সবাজারের একটি চৌকস দল ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বন্কিম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটককৃত মাদক কারবারি মো. ইয়াছিন (৩০) উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের বঙ্কিম বাজার এলাকার মৃত নুর আহম্মদের ছেলে।
তথ্যে সূত্রে জানা যায়, র্যাব-১৫ কক্সবাজারের আভিযানিক দল উপজেলার বর্ণিত স্থান ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনার জন্য অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি আচ করতে পেরে পালানোর চেষ্টা কালে উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ সময় আটকৃতের দেহ তল্লাশি করে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।