parbattanews

ঈদগাঁওতে ৯ দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা, কাঁচা বাজার স্কুল মাঠে স্থানান্তর

করোনাভাইরাস থেকে সুরক্ষার অংশ হিসেবে বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখার নিমিত্তে কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারের সব রকমের কাঁচা বাজারকে বাজারস্থ ঈদগাঁহ হাই স্কুল মাঠে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

নির্দেশ পেয়ে মুহুর্তেই বিক্রেতারা তাদের মালামাল নিয়ে মাঠে প্রবেশ করে বেচা কেনা শুরু করে দেন। করোনা প্রকোপের শুরু থেকেই ঈদগাঁও’র সচেতন সমাজ বাজারটি স্কুল মাঠে স্থানান্তরের দাবি তুলেন।

দেরিতে হলেও তা বাস্তবায়ন করায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ শাহরিয়ার মুক্তারকে অভিনন্দন জানান।

এ দিকে একই সময়ে ঈদগাঁও বাজারের ৯ দোকানদারকে ৩৬ হাজার টাকা জরিমানা করেন। প্রশাসনের নির্দেশনা মতে মূল্য তালিকা না রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় বুধবার (১৩ মে) দিনে এসব দোকানদারকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার।

অভিযানকালে বিভিন্ন দোকানে বাজার মূল্য তদারকি, অতিরিক্ত মূল্য আদায় না করা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে দোকানদারদের সতর্ক করেন তিনি।

Exit mobile version