ঈদগাঁওয়ের আনসার সদস্যকে রাষ্ট্রপতি সম্মাননা

দীর্ঘ তিন দশক গ্রাম প্রতিরক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ অবশেষে সরকারের পক্ষ থেকে সম্মাননায় ভুষিত হলেন বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য নুরুল আলম। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার মৃত আবদুল আজিজের সন্তান।

সম্মাননায় ভুষিত আনসার সদস্য নুরুল আলম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,বিগত ৩০ বছর যাবত আনসার সদস্য হিসেবে সরকার যখনই ডেকেছে তখনই নিষ্ঠার সাথে দায়ীত্ব পালন করেছেন।ডিউটি কালীন নির্দিষ্ট ভাতা ছাড়া কোন স্বীকৃতি পাননি।

দীর্ঘ সময় পর হলেও এ সরকার তার ৩০ বছরের ত্যাগের মুল্যায়ন করেছে।তিনি বিগত ৪৫ তম জাতীয় সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীর হাত থেকে সম্মাননা পদক ও অর্ধলাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেন। তিনি এ নিয়ে গর্ববোধ করছেন।

এছাড়া তিনি ব্যক্তি জীবনে দীর্ঘদিন যাবত জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত।তিনি বর্তমানে শ্রমিক কল্যাণ ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি ও ইউনিয়ন সদস্য হিসেবে দায়ীত্ব পালন করছেন।পারিবারিক জীবনে তিনি তিন সন্তানের জনক।তিনি তার এ অর্জনের জন্য পরিবার,সংগঠন ও স্বজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঘটনাপ্রবাহ: আনসার, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন