ঈদগাঁওয়ে অপহৃত ইমাম দুই লক্ষ টাকা মুক্তিপণে ফিরেছেন

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হিমছড়ি ঢালা থেকে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে অপহরণের শিকার মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান (৩১) দুই লক্ষ টাকা মুক্তিপনের বিনিময়ে অপহরণ চক্রের জিম্মিদশা থেকে ফিরে এসেছেন।

একই দিন রাত সাড়ে আটটার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউপির ফিলিং স্টেশন থেকে পূর্বে অর্ধ কিলোমিটার দূরত্বে পাহাড়ি বন এলাকায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

অপহৃতের এলাকার জামায়ত নেতা বনি আমিন ও আবুল কাশেম তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃতের ছোট ভাই আবু বকর সিদ্দিককে অপহরণ চক্রের ফোনে দেয়া লোকেশন অনুযায়ী সে সহ তার অপর চাচাত ভাই রমজান আলী উক্ত বন এলাকায় গিয়ে মুখোশধারী ১৩/১৪ জনের সশস্ত্র ডাকাত দলকে দাবীকৃত ২ লক্ষ টাকা মুক্তিপণ বুঝিয়ে দিলে তারা মাওলানা মিজানুর রহমানকে ছেড়ে দেয়। বর্তমানে তারা ভিকটিমকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান, তিনি অপহৃত ব্যক্তি উদ্ধার হয়েছেন জেনেছেন, তবে মুক্তিপণের বিষয়টি জানেন না ।

উল্লেখ্য, গত মাসের (২৩ ফেব্রুয়ারি) একই স্থান থেকে অপহরণের শিকার গরু ব্যবসায়ী জাগের হোসেন (৩৫) কেও ডাকাতদল মুক্তিপনের বিনিময়ে একই স্থানে ছেড়ে দিয়েছিল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন