ঈদগাঁওয়ে অস্ত্রসহ চোর আটক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলিতে রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে ধারালো অস্ত্রসহ বাবুল নামে এক চিহ্নিত চোর আটক হয়েছে।ধৃত চোর পার্শ্ববর্তী পূর্ব গোমাতলী এলাকার লাল মিয়ার পুত্র।ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শাহাবুদ্দিন জানান, উক্ত চোরের নেতৃত্বে সঙ্ঘবদ্ধ চোরের দল রাতে এলাকার মমতাজ আহমদের পুত্র মাহমুদুল হকের বসত ঘরে চুরি সংঘটনকালে গৃহকর্তা চোর বাবুলকে ঝাপটে ধরে ফেলে।এসময় গৃহকর্তাকে ধারালো অস্ত্রে আঘাত করে অপর চোররা পালিয়ে যায়। গৃহকর্তার শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ধৃত চোরকে গণধোলাই দেয়।স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল সিদ্দিকী চোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান চোর আটকের সত্যতা নিশ্চিত করেন।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন